সজল : টেকনাফে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের মাঠ কার্যক্রম পরিদর্শন
,                              সদ্য সংবাদ:

মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

টেকনাফে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের মাঠ কার্যক্রম পরিদর্শন


টেকনাফ, ১৬ জানুয়ারি, এবিনিউজ : আজ শনিবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সদ্য নিযুক্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসাইন কক্সবাজার পরিদর্শন করতে এসে টেকনাফের পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন। তিনি কক্সবাজার থেকে ১১.৪৫ মিনিটে রওনা দিয়ে মেরিন ড্রাইভ রোড দিয়ে মাঠ কার্যক্রম পরিদর্শনের মধ্য দিয়ে ০২.৩০ মিনিটে টেকনাফ পৌঁছেন। পোঁছার পর সেন্ট্রাল রিসোর্টে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতি পূর্ণ চাকমা, সূর্যের হাসি ক্লিনিকের ক্লিনিক ম্যানেজার অজয় কুমার চৌধুরী এবং মেরী স্টোপস ক্লিনিকের ক্লিনিক ম্যানেজার তাতু বড়ুয়া।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসাইন পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিদর্শন শেষে জানান, টেকনাফের জনসাধারন বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে অনেক সচেতন হয়েছে। এই ধারাবাহিকতা ঠিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মীদের কাজে আরো মনোযোগী হওয়ার জন্য গুরত্বারোপ করেন ও পরিশেষে তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এবিএন/শনি-১ম/সারাদেশ/অমিত বণিক/মুস্তাফিজ/রাজ্জাক

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

কম্পিউটারের বই

ইংরেজী গ্রামার বই

পৃষ্ঠাসমূহ

বইটি পড়তে বইটির উপরে ক্লিক করুন

লেকচার সিট

ফটোশপ বই

ইংরেজী গ্রামার বই

অ্যাডবি ইলাস্ট্রেটর