সজল : পোশাক শ্রমিকরা পাচ্ছেন জš§ নিরোধক সামগ্রী
,                              সদ্য সংবাদ:

মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

পোশাক শ্রমিকরা পাচ্ছেন জš§ নিরোধক সামগ্রী


জসিম উদ্দিন বাদল : তৈরি পোশাক শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা ও প্রজনন সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা বাড়াতে জš§ নিরোধক সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় শ্রমিকদের মাঝে জš§নিরোধক বড়ি, কনডম ও ইনজেকশন বিতরণ করা হবে।
তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও এনজেন্ডার বাংলাদেশ- এই তিনটি প্রতিষ্ঠান এক যোগে এ কাজ করবে। এ উপলক্ষ্যে মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসাইন (এনডিসি), বিজিএমইএ’র পক্ষে এর সহসভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির এবং এনজেন্ডার বাংলাদেশের মায়ের হাসি-২’র প্রকল্প পরিচালক ড. আবু জামিল ফয়সাল চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে জানানো হয়, তৈরি পোশাক খাতে ৪০ লাখ শ্রমিক কাজ করে। এদের ৭০ শতাংশই হচ্ছে নারী শ্রমিক। এদের অধিকাংশই সক্ষম দম্পতি। কিন্তু তারা সরকারি হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিকে গিয়ে প্রজণন স্বাস্থ্য সেবা নিতে পারেন না।
এ কর্মসূচির মাধ্যমে পোশাক শ্রমিকদের সচেতন করা এবং তাদের মধ্যে প্রয়োজনীয় জš§ নিরোধক সামগ্রী বিতরণ করবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফিল্ড সার্ভিস ডেলিভারি প্রোগ্রাম। যা বিতরণ করা হবে বিজিএমইএ’র মাধ্যমে। আর এই সমাগ্রী ব্যবহার পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেবে এনজেন্ডার বাংলাদেশ।
গর্ভধারণ করলে চাকরি হারাতে হতে পারে, এমন আশঙ্কায় অনেকে অনিরাপদ উপায়ে গর্ভপাত করাতে গিয়ে যে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েন। এই কর্মসূচি সেসব পরিস্থিতি এড়াতে এবং নিরাপদ প্রজনন স্বাস্থ্য নিশ্চিত করতে সাহায্য করবে।
মোহাম্মদ ওয়াহিদ হোসাইন বলেন, তৈরি পোশাক কারখানায় সাধারণত প্রত্যন্ত অঞ্চল থেকে নারী শ্রমিকেরা আসেন। তারা প্রজনন ও স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয়। প্রজনন সংক্রান্ত সমস্যাগুলো সচরাচর ডাক্তারদের সঙ্গে আলোচনা করেন না। বিভিন্ন ক্লিনিকে অদক্ষদের মাধ্যমে গর্ভপাত ঘটান। এতে তারা নানাবিধ ক্ষতির সম্মুখীন হন। এ উদ্যোগের মাধ্যমে এই সমস্যা নিরসন হবে। আগামী দু-এক বছেরের মধ্যে এর সফলতা পাওয়া যাবে।
মোহাম্মদ নাছির বলেন, পোশাক শ্রমিকদের কল্যাণে বীমা সুবিধাসহ সব ধরনের সুবিধা দিয়ে আসছে বিজিএমইএ। সে ধারাবাহিকতায় তাদের স্বাস্থ্য ও প্রজনন নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

কম্পিউটারের বই

ইংরেজী গ্রামার বই

পৃষ্ঠাসমূহ

বইটি পড়তে বইটির উপরে ক্লিক করুন

লেকচার সিট

ফটোশপ বই

ইংরেজী গ্রামার বই

অ্যাডবি ইলাস্ট্রেটর