Date: 08-07-2012
রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেছেন।
রাষ্ট্রপতির সাথে আজ বঙ্গভবনে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের নবনিযুক্ত হাই কমিশনার মোঃ তৌহিদ হোসেন সৌজন্য সাক্ষাত করতে এলে রাষ্ট্রপতি এ আহবান জানান ।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিদ্যমান বাণিজ্যিক ধারা অব্যাহত রাখার পাশাপাশি ক্রমান্বয়ে তা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চমৎকার দ্বি-পাক্ষিক সম্পর্ক বিদ্যমান। রাষ্ট্রপতি ১৯৯৭ সালে আমাদের মহান স্বাধীনতা দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে ‘শিখা চিরন্তন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের অন্যান্য নেতৃবৃন্দের সাথে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলার অংশ গ্রহণের কথা এসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
রাষ্ট্রপতি নবনিযুক্ত হাইকমিশনারের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান এবং তাঁর কল্যাণ কামনা করেন।
তিনি নবনিযুক্ত হাইকমিশনারেরও সাফল্য কামনা করেন।
এসময় রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির সাথে আজ বঙ্গভবনে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের নবনিযুক্ত হাই কমিশনার মোঃ তৌহিদ হোসেন সৌজন্য সাক্ষাত করতে এলে রাষ্ট্রপতি এ আহবান জানান ।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিদ্যমান বাণিজ্যিক ধারা অব্যাহত রাখার পাশাপাশি ক্রমান্বয়ে তা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চমৎকার দ্বি-পাক্ষিক সম্পর্ক বিদ্যমান। রাষ্ট্রপতি ১৯৯৭ সালে আমাদের মহান স্বাধীনতা দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে ‘শিখা চিরন্তন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের অন্যান্য নেতৃবৃন্দের সাথে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলার অংশ গ্রহণের কথা এসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
রাষ্ট্রপতি নবনিযুক্ত হাইকমিশনারের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান এবং তাঁর কল্যাণ কামনা করেন।
তিনি নবনিযুক্ত হাইকমিশনারেরও সাফল্য কামনা করেন।
এসময় রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন